ক্লাস-পরীক্ষার পর এবার ঢাবিতে হল বন্ধ
১৯ মার্চ ২০২০ ২০:২৭
ঢাকা: ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণার পর এবার আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান।
প্রায় ১৩ বছর পূর্বে ২০০৭ সালে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। ২০০৭ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় খেলার মাঠে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় হলগুলো বন্ধ ঘোষণা করে প্রশাসন।
গত ১৬ মার্চ করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
করোনাভাইরাস ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি বিশ্ববিদ্যালয় বন্ধ হল বন্ধ