নারীর ব্যাগ ধরে টান, পালানোর সময় ২ ছিনতাইকারীকে গণধোলাই
১৯ মার্চ ২০২০ ২২:২০
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় রিকশাযাত্রী নারীর ব্যাগ টান নিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার হয়েছেন। এরা হলেন সাইফুল (৩৫) ও রুবেল (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে বিবিরবাগিচার ৩ নম্বর গেট এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী আহত আবু তাহের জানান, রাত ৮টার দিকে দুই নারী রিকশাযোগে যাওয়ার সময় দুই ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেন। এররপর তারা মোটরসাইকেলে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় আশেপাশের লোকজন ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পড়ে যান। পরে তাদের জনতা গণধোলাই দেয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. লাইজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, রাতে বিবিরবাগিচা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং দুই ছিনতাইকারীকে আহত অবস্থায় আটক করি। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পারি রিকশায় থাকা দুই নারীর ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া করে তাদের গণধোলাই দেয়।