Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বর, সর্দি, কাঁশি আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার নির্দেশ


২০ মার্চ ২০২০ ০১:১৭

ঢাকা: সাম্প্রতিক সময়ে দেশের হাসপাতালগুলোতে অনেক রোগীর অভিযোগ সাধারণ জ্বর, সর্দির চিকিৎসাও পাওয়া যাচ্ছে না। অনেককেই ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। আর এমন অবস্থায় জ্বর, সর্দি, কাঁশিসহ শ্বাসতন্ত্রজনিত নানা রোগ নিয়ে হাসপাতালের আগতদের আলাদাভাবে চিকিৎসাসেবা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং তা দ্রুত ছড়িয়ে পড়েছে। এমন বিরাজমান পরিস্থিতিতে জ্বর, সর্দি, কাঁশি, শ্লেষ্মা, শ্বাসকষ্ট নিয়ে সরকারি হাসপাতালে আগত রোগীদেরকে বহি:র্বিভাগে পৃথকভাবে চিকিৎসা প্রদানের জন্য চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রধান গণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এছাড়াও রোগীদের সুবিধার্থে প্রতিটি হাসপাতালের বহি:র্বিভাগ ও জরুরি বিভাগের প্রবেশ পথে দিক নির্দেশনামূলক চিহ্ন দেওয়ার অনুরোধ জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

কাঁশি বিজ্ঞপ্তিতে সর্দি সাধারণ জ্বর হাসপাতালের আগতদের আলাদাভাবে চিকিৎসাসেবা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর