Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু


২০ মার্চ ২০২০ ০৯:১৮ | আপডেট: ২০ মার্চ ২০২০ ০৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বনানী সেতু ভবনের পাশে ছুরিকাঘাতে মনির হোসেন (১৯) নামে এক তরুণ মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় মাঝ রাতে মৃত্যু হয় মনিরের।

নিহত মনির নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী গ্রামের গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া এলাকায় থাকতেন তিনি।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) ফজল ইসলাম সারাবাংলাকে বলেন, বৃহস্পতিবার রাতে মনির সেতু ভবনের উত্তর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মনির মারা যান।

বিজ্ঞাপন

এসআই ফজল জানান, নিহত মনির আদাবরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছে। মনিরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ছুরিকাঘাত টপ নিউজ তরুণ খুন

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর