ভিন্ন রকম ‘খেলায়’ মেতে উঠেছেন ঘরবন্দি মেসিরা
২০ মার্চ ২০২০ ১৪:১৯
করোনাভাইরাসের প্রকোপে ক্রীড়াবিশ্ব একেবারেই স্তব্ধ হয়ে পড়েছে। স্প্যানিশ লা লিগা স্থগিত হয়েছে অনেকদিন আগে। শুধু লিগ স্থগিত নয়, স্পেনের অধিকাংশ মানুষই এখন নিজেদের হোম কোয়ারেনটাইনে বন্দি করেছেন। স্পেনে থাকা ফুটবলাররাও তার ব্যতিক্রম নয়। কিন্তু এভাবে একা একা ঘরবন্দি থাকা কি আর ভালো লাগে! লিওনেল মেসি, আর্তুরো ভিদালরা মেতে উঠলেন ভিন্ন রকমের এক খেলায়।
অনলাইনে টয়লেট পেপার চ্যালেঞ্জ শুরু করেছেন ফুটবলাররা। ঘরে বসে টয়লেট পেপারে জাগল করে অনলাইনে সেই ভিডিও আপলোড দিয়ে অন্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন ফুটবলাররা। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সেভাবে ভিডিও বানাচ্ছেন অন্যরা।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন মেসি। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা একটি টয়লেট টিস্যু রোল নিয়ে ঘরের এক কোনে জাগল করতে লেগে গেলেন মেসি। বার্সেলোনা অধিনায়কের দুপায়ের কারিশমায় টয়লেট টিস্যুর বাণ্ডিলটাকে ফুটবলই মনে হচ্ছিল! ১৯ বার জাগল শেষ করে বার্সেলোনার সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ, বর্তমান সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও প্রিয় বন্ধু সার্জিও আগুয়েরোকে এই চ্যালেঞ্জ দিয়েছেন মেসি।
উল্লেখ্য, মেসির দেখা দেখি বার্সেলোনার অপর দুই ফুটবলার আর্তুরো ভিদাল ও সার্জিও বুসকেটও এটি করেছেন।
এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড, রিয়াল মাদ্রিদের মার্সেলো, সার্জিও রামোস, রোমার কিংবদন্তি স্ট্রইকার ফ্রান্সেসকো টট্টি এই খেলায় যোগ দিয়েছেন।