Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুজিববর্ষ নিয়ে ব্যস্ত থাকায় করোনায় নজর দিতে পারেনি সরকার’


২০ মার্চ ২০২০ ১৬:৫৪

ঢাকা: মুজিববর্ষ নিয়ে ব্যস্ত থাকায় করোনাভাইরাসের দিকে সরকার নজর দিতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, ‘করোনাভাইরাস যাতে বাংলাদেশে প্রবেশ না করে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রায় দুই মাস সময় পেয়েছিল। কিন্তু সরকার মুজিববর্ষ নিয়ে ব্যস্ত থাকায় সেদিকে নজর দিতে পারেনি। এই অবহেলা মেনে নেওয়া যায় না। আমরা মনে করি একটা বড় ধরনের বিপদ আমাদের সামনে রয়েছে। এইজন্য সবাই মিলে কাজ করা উচিত। এজন্য কেউ কেউ জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা সেটাকে সমর্থন করছি।’

ধনী ও সামর্থ্যবানদের উদ্দেশে তিনি বলেন, ‘জাতি আজ বিপদের সম্মুখীন। করোনায় স্বাস্থ্যসেবা মোকাবেলা করাটা অনেক বড় অর্থনৈতিক সামর্থের ব্যাপার। কিন্তু করোনা প্রভাব শুধু এই ক্ষেত্রেই না অর্থনীতির ক্ষেত্রে অনেক বড় হয়ে দেখা দেবে। জাতির এই ক্রান্তিলগ্নে দেশে সামর্থ্যবান এবং ধনী মানুষদের উচিত হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।’

মান্না বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে যে বিপর্যয় ঘটবে, তা আমরা অতীতে দেখেনি। যেহেতু সব কিছু শাটডাউন করার পর্দায় চলে গেছে, সেক্ষেত্রে এর পরিণতি আমরা জানি না। এশিয়ান উন্নয়ন ব্যাংক বলেছে করোনা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশ প্রায় ৩০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে।’

তিনি আরও বলেন, ‘জনসাধারণ ও করোনা নিয়ে যথেষ্ট সংবেদনশীল আচরণ করছে না। সরকার নিজেই এই ব্যাপারে গা-ছাড়া ভাব দেখাচ্ছে। এখন পর্যন্ত এ ক্ষেত্রে সরকারের কোনো সিরিয়াস কর্মসূচি দেখা যাচ্ছে না। সরকারের উচিত হবে খুব দ্রুত জনগণকে মহামারী ব্যাপারে পর্যাপ্ত তথ্য দিয়ে করোনার বিপদ সম্পর্কে সচেতন করে তোলা, যেন তারা নিজে থেকেই সতর্ক আচরণ করে।’

বিজ্ঞাপন

করোনাভাইরাস মাহমুদুর রহমান মান্না সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর