Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি নির্দেশনা অমান্য করে ময়মনসিংহ পিটিআইয়ে প্রশিক্ষণ


২০ মার্চ ২০২০ ১৭:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: করোনাভাইরাস আতঙ্কে সব শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগম, সভা, সেমিনারসহ পার্ক, কমিউনিটি সেন্টার বন্ধ ঘোষণা করলেও ময়মনসিংহ পিটিআই-এ চলছে প্রশিক্ষণ কর্মসূচি। গণিত অলিম্পির্য়াডের উদ্যোগে এই প্রশিক্ষণ চলছে। জেলার বিভিন্ন উপজেলার ৩৩ জন প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

গণিত অলিম্পিয়ার্ডের উদ্যোগে ময়মনসিংহ পিটিআই-এ গত ১২ মার্চ থেকে ৮ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে ট্রেইনার হিসাবে ছিলেন পিটিআইয়ের প্রশিক্ষক শাহনাজ বেগম, গণিত অলিম্পিয়ার্ডের এএসএম নাছিম আকাশ ও আবুল কাশেম।

প্রশিক্ষণের রিসোর্স পারসন গণিত অলিম্পিয়ারের সদস্য এএসএম নাছিম আকাশ বলেন, ‘অধিদফতরের উপ-সচিব সোহেল হাসানের মৌখিক নির্দেশনা পেয়ে করোনাভাইরাস নিয়ে সরকারিভাবে সর্তকতা ঘোষণার পরও চলমান প্রশিক্ষণ চালু রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

পিটিআই ইন্সট্রাক্টর শাহনাজ বেগম বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এ বিষয়ে যা কিছু বলার পিটিআই সুপার মোহাম্মদ রকিবুল ইসলাম তালুকদার বলবেন।’

সরকারি নির্দেশনায় সব ধরণের জনসমাগম বন্ধ করা হলেও ময়মনসিংহ পিটিআইয়ে কিভাবে প্রশিক্ষণ চলছে এমন প্রশ্নে ন্যাপের সহকারী পরিচালক (প্রশাসন) দিলরুবা আহমেদ বলেন, ‘গত ১৬ মার্চ পিটিআই বন্ধ করতে পত্র দেয়া হয়েছে। এর পর আর চালু থাকার কথা নয়। এর পরও কিভাবে এই প্রশিক্ষণ চলমান রয়েছে তা কেবল পিটিআই সুপার বলতে পারবেন। এ ব্যাপারে ডিজি মহোদয়ের সাথে কথা বলুন।’

গণিত অলিম্পিয়ার্ডের উদ্যোগে কিভাবে এই প্রশিক্ষণ চলছে তা গণিত অলিম্পির্য়াডই বলতে পারবে জানিয়ে পিটিআই সুপার মোহাম্মদ রকিবুল ইসলাম তালুকদার বলেন, ‘সরকারি নির্দেশনায় পিটিআই বন্ধ করে দেওয়া হয়েছে।’

কমিউনিটি সেন্টার পিটিআই প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর