Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোয়ারেনটাইনে রোগী আনা ঠেকাতে সড়ক অবরোধ


২০ মার্চ ২০২০ ১৮:৫৮ | আপডেট: ২০ মার্চ ২০২০ ১৯:২৭

ঢাকা: করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে উত্তরার দিয়াবাড়িতে কোয়ারেনটাইন সেন্টারে রোগী নিয়ে আসা ঠেকাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্টের বাসিন্দারা এই বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের দাবি দিয়াবাড়ি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে কোয়ারেনটাইনে রোগী নিয়ে এলে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা সারাবাংলাকে বলেন, ‘উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টের বাসিন্দারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের দাবি, করোনা একটি ছোঁয়াচে ভাইরাস। তাই যেখানে বাসিন্দা আছে, সেখানে কোয়ারেনটাইন সেন্টার কীভাবে হয় ।’

এই কোয়ারেনটাইন সেন্টার এখানে না করার দাবি জানান বিক্ষোভকারীরা।

উত্তরা ১৩ নম্বর এলাকার বাসিন্দা মিরাজ হোসেন বলেন, ‘উত্তরা ১৮ নম্বর সেক্টরে ৩৫৬টি ইউনিটের নতুন যে অ্যাপার্টমেন্ট হয়েছে সেখানে একটি কোয়ারেনটাইন সেন্টার হয়েছে। সেই সেন্টারে যেন করোনা রোগীকে নেওয়া না হয় সে জন্য পঞ্চবটি ও রাজউক অ্যাপার্টমেন্টের বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

করোনাভাইরাস কোয়ারেনটাইন দিয়াবাড়ি বিক্ষোভ সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর