Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চীন থেকে ১০ হাজার কিট যেকোনো সময় পৌঁছাবে’


২১ মার্চ ২০২০ ১৩:০৩ | আপডেট: ২১ মার্চ ২০২০ ১৫:১২

ঢাকা: করোনাভাইরাস শনাক্তের জন্য চীন থেকে চার্টার্ড প্লেনে করে ১০ হাজার কিট নিয়ে আসা হচ্ছে। যেকোনো সময় এই কিটগুলো দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ১০ হাজার কিট যেকোনো সময় চীন থেকে চলে আসবে। চাটার্ড প্লেনে করে কিটগুলো নিয়ে আসা হচ্ছে। যেকোনো সময় কিটগুলো দেশে পৌঁছাবে।

আরও পড়ুন- সিরিয়াস হোন, এ ভাইরাস আগে কখনও দেখিনি: পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসীদের প্রতি বাংলাদেশ সফর এড়িয়ে চলার আহ্বান জানিয়ে আবদুল মোমেন বলেন, প্রবাসীরা যারা এখনো দেশের বাইরে আছেন, তারা ওখানেই থাকুন। যারা যে দেশে আছেন, সে দেশেই থাকুন। সে দেশের আইন-কানুন মানুন। কোনো কিছুর দরকার হলে দূতাবাসে যোগাযোগ করুন।

তিনি আরও বলেন, যারা দেশে ফিরেছেন, তারা অপেক্ষা করুন। যিনিই বিদেশ থেকে আসবেন, অবশ্যই ১৪ দিন কোয়ারেনটাইনে থাকতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুরো দেশকে লকডাউন করা সম্ভব নয়। সেজন্য চারটি রুট খোলা রাখা হয়েছে। বিদেশ ফেরতদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে, তাই ১০টি দেশের ফ্লাইট আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। চারটি রুট চালু থাকবে— যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং ও চীন।

করোনা শনাক্তের কিট করোনাভাইরাস টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর