চট্টগ্রামে নৌকা থেকে দেড় লাখ ইয়াবা জব্দ
২১ মার্চ ২০২০ ১৫:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাঙ্গু নদীতে একটি কাঠের নৌকায় তল্লাশি করে দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় দুজনকে আটক করা হয়।
শুক্রবার (২০ মার্চ) গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরায় সাঙ্গু নদীতে নৌকাটি কোস্টগার্ডের টহল দলের তল্লাশির মুখে পড়ে।
ইয়াবা জব্দের সময় আটক দুজন হল- আনোয়ারা উপজেলার জালাল উদ্দিন (২৫) ও মো. ফারুক (২৬)।
কোস্টগার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. এম হায়াত ইবনে সিদ্দিক সারাবাংলাকে জানান, কক্সবাজার থেকে নদীপথে ইয়াবাগুলো চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক দুজন ইয়াবা পাচারের সঙ্গে জড়িত।
তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।