Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একজন ভোট দিলেও বলব নির্বাচন অংশগ্রহণমূলক: ইসি সচিব


২১ মার্চ ২০২০ ১৭:১১

ঢাকা: ঢাকা-১০ আসন, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, একজন ভোটারও যদি ভোট দেন তাহলে বলব নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে।

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এ সব কথা বলেন।

সচিব বলেন, ‘পৃথিবীর অনেক দেশে একটি নির্দিষ্ট শতাংশ ভোট না পেলে পুনরায় সে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু বাংলাদেশের সংবিধানে এ রকম কোনো সুযোগ নেই। ফলে কোনো নির্বাচনে এক ভোট পেলেও আমরা বলব নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে।’

ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বিষয়ে মো. আলমগীর আরও বলেন, ‘ভোটাররা ভোট দিতে আসবে কি আসবে না এটি তাদের ব্যাপার। ভোটাররা ভোট দিতে না এলে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কারণ ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব নির্বাচন কমিশনের না।’

এরইমধ্যে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ আসনের নির্বাচন স্থগিত করেছে কমিশন।

এ বিষয়ে সচিব বলেন, ‘স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশন ওই তিনটি নির্বাচন স্থগিত করেছে। সংবিধান অনুযায়ী ১৮০ দিন করে মোট ৬ মাস নির্বাচন স্থগিত করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে।’

তাহলে ঢাকা-১০সহ অন্য দুই আসনের নির্বাচন স্থগিত হলো না কেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘ওই সময় স্বাস্থ্যঝুঁকির বিষয়টি এত তীব্র ছিল না।’

ঢাকা-১০ আসনের উপনির্বাচনের পরিবেশ সম্পর্কে ইসি সচিব বলেন, ‘ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

বিজ্ঞাপন

তবে ঢাকা-১০ আসনে কত শতাংশ ভোট পড়েছে তা জানাতে পারেননি ইসি সচিব।

নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম প্রসঙ্গে সচিব বলেন, ‘ইভিএমে জাল ভোট দেওয়ার সুযোগ নেই তাই ভোট কম পড়ে।’

ব্যালটে জাল ভোট নিয়ন্ত্রণে ইসি ব্যর্থ কি না জানতে চাইলে ইসি সচিব মো. আলমগীর বলেন, ‘জাল ভোট নিয়ন্ত্রণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের না। এটি সংশ্লিষ্ট এজেন্টদের বিষয়। তারা কোনো অভিযোগ দিলে ইসি তাদের অভিযোগের ভিত্তিতে কেবল ব্যবস্থা নিতে পারে। তাই জাল ভোট ঠেকানোর দায়িত্বটি এজেন্টদের নিতে হবে।’

স্থগিত হওয়া নির্বাচনগুলো কবে হবে জানতে চাইলে সচিব বলেন, ‘পরিবেশ-পরিস্থিতি বুঝে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নতুন করে কোনো তফসিল ঘোষণা করা হবে। প্রার্থী যারা আছেন, তারাই প্রার্থী থাকবেন।’

ইসি সচিব উপনির্বাচন ঢাকা-১০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর