Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সব হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ


২১ মার্চ ২০২০ ২০:১৪

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় দেশের সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

শনিবার (২১ মার্চ) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ( হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান।

ডা. আমিনুল হাসান সারাবাংলাকে বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় যাতে কোনোভাবে হাসপাতাল থেকে এর সংক্রমণ না ঘটে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ যতদিন পরিস্থিতির উন্নতি না হবে ততদিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানান তিনি।

সব বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের শনিবার (২১ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষর রয়েছে।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি ব্যবস্থাপনার অংশ হিসেবে কভিড-১৯ এর বিস্তার রোধে হাসপাতালগুলোতে ভিজিটিং সময় স্থগিত করা হল। এতে আরো বলা হয়েছে, রোগীর সাথে এটেন্ডেন্ট নিরুৎসাহিত করতে হবে এবং অতি প্রয়োজনে একজন রোগীর সঙ্গে একজন এটেনডেন্ট থাকার অনুমতি দেওয়া যেতে পারে।

দর্শনার্থী হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর