Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজারে ক্রেতা-বিক্রেতার ‘বাড়াবাড়ি’ দেখলেন ভ্রাম্যমাণ আদালত


২১ মার্চ ২০২০ ২১:৪১

চট্টগ্রাম ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিতিশীল করার চেষ্টার খবর পেয়ে বাজারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন, বাজারে ক্রেতা-বিক্রেতা উভয়ের ‘বাড়াবাড়ি’ দেখেছেন, যাতে করে বাজার অস্থিতিশীল হচ্ছে। পণ্যের পর্যাপ্ত মজুদ সত্ত্বেও ক্রেতারা একসঙ্গে বাড়তি কিনছেন, সুযোগ বুঝে বিক্রেতারা দাম বাড়িয়ে নিচ্ছেন।

বিজ্ঞাপন

অভিযানে চাল ও পেঁয়াজের দাম বাড়তি নেওয়ায় চট্টগ্রাম নগরীর কর্ণফুলী কমপ্লেক্স ও পাহাড়তলি বাজারের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না টানানো ও ক্রয় রশিদ দেখাতে না পারাসহ নানা অপরাধে অন্য দু’টি বাজারের ছয়টি প্রতিষ্ঠানকে আরও ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসকের নির্দেশে নগরীর বিভিন্ন বাজারে এসব অভিযানে নেতৃত্ব দেন চার জন নিবার্হী ম্যাজিস্ট্রেট।

অভিযানে যাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় কর্ণফুলী কমপ্লেক্সে চাল ও পেঁয়াজের দাম বেশি রাখায় এবং বিক্রির রশিদ দেখাতে না পারায় খাজা স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪৫ টাকায় কেনা প্রতিকেজি পেঁয়াজ বিক্রির সময় ৭৫ টাকা দাবি করায় ফিরুজা ট্রেডার্স নামের একটি দোকানের মালিক আহমেদ বিন ফয়েজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই বাজারের আদিবা স্টোরে বেশি দামে চাল বিক্রি করায় ১০ হাজার টাকা এবং তালিকার সঙ্গে চাল বিক্রির দরে হেরফের থাকায় আল বারাকা স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে নগরীর পাহাড়তলী বাজারে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। সেখানে প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে চাল বিক্রি করায় এস আলম অ্যান্ড ব্রাদার্স ও বেল্লাল এক্সপ্রেস নামের দু’টি প্রতিষ্ঠানকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আগ্রাবাদের চৌমুহনী কাঁচা বাজারের দু’টি দোকানে মূল্য তালিকা না টাঙানোয় পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে একই ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক নগরীর রিয়াজ উদ্দিন বাজারে অভিযান চালান। সেখানে মূল্য তালিকা না টাঙানো ও পাইকারি পণ্য কেনার রশিদ দেখাতে না পারায় চারটি দোকানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরীর চাক্তাই-খাতুনগঞ্জ, কাজীর দেউড়ি বাজার ও সিডিএ মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। তিনি সারাবাংলাকে জানিয়েছেন, চাক্তাই-খাতুনগঞ্জে পাইকারি বাজারের বিভিন্ন আড়তে চাল, ডাল, আদা, পেয়াজ, রসুনসহ আরও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত ও দাম সহনীয় পাওয়া গেছে। তবে কাজীর দেউড়ি বাজার ও সিডিএ মার্কেটে সাধারণ ক্রেতাদের অতিরিক্ত পণ্য কিনতে দেখা গেছে। এ সুযোগ লাগিয়ে খুচরা বিক্রেতারা অধিকা দামে আদা-রসুন, পেঁয়াজ, চিনি, চাল বিক্রি করছে।

তৌহিদুল বলেন, ‘এমনও পরিবার পাওয়া গেছে, ৪০ কেজি চিনি কিনেছে। ক্রেতারা এমন বাড়াবাড়ি করছেন যে সেটা বাজার পরিস্থিতিতে অস্থিতিশীল করতে অনেক বেশি ভূমিকা রাখছেন। বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, বাজারে কৃত্রিম সংকট যেন কেউ তৈরি না করেন।’

অভিযান ক্রেতা-বিক্রেতার বাড়াবাড়ি জরিমানা দাম বৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর