Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুরক্ষা সামগ্রী আমদানিতে শুল্ক ছাড় দেবে এনবিআর


২১ মার্চ ২০২০ ২৩:১০

ঢাকা: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজন সুরক্ষা সামগ্রী। আর সেই সুরক্ষা সামগ্রী আমদানিতে শুল্ক ছাড়ের চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেজন্য আগামীকাল (২২ মার্চ) শুল্ক ছাড়ের প্রজ্ঞাপন দেবে সংস্থাটি বলে এনবিআরের একাধিক সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআর সূত্রটি বলছে, শনিবার এনবিআর শুল্ক ছাড়ের বিষয় নিয়ে জরুরি এক আলোচনা সভা করেছে। সেই সভায় সবাই সুরক্ষা সামগ্রী আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। আগামীকাল কোন কোন পণ্যে শুল্ক ছাড় দেবে সেটা চূড়ান্ত করে প্রজ্ঞাপন দেবে সংস্থাটি বলে আলোচনা সভায় থাকা অনেকেই নিশ্চিত করেছেন।

শুল্ক ছাড় দেওয়া হতে পারে এমন পণ্যের তালিকায় রয়েছে, পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট), জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের কাঁচামাল, করোনাভাইরাস পরীক্ষার কিট ও রি–এজেন্ট, সার্জিক্যাল মাস্কসহ ইত্যাদি।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্ক নীতি) সৈয়দ গোলাম কিবরিয়া সারাবাংলাকে বলেন, ‘আজ শুল্ক ছাড়ের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা জীবন সুরক্ষা পণ্যের বিষয়ে শুল্ক ছাড় দিতে সম্মত। এ বিষয়ে আগামীকাল চূড়ান্ত হবে কোন কোন পণ্যে শুল্ক ছাড় দেওয়া হবে।’

এনবিআর সুরক্ষা সামগ্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর