Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাত থেকে ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ


২২ মার্চ ২০২০ ০০:৪৯

ঢাকা: বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধে শনিবার (২১ মার্চ) মধ্যরাত তথা রাত ১২টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যেসব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হচ্ছে সেগুলো হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, সিঙ্গাপুর, ভারত, তুরস্ক, মালয়েশিয়া ও ওমান। এসব দেশ থেকে বাংলাদেশে কোনো ফ্লাইট আসবে না। কারণ এসব দেশ এরইমধ্যে করোনাভাইরাসে বেশি আক্রান্ত। এসব দেশ থেকে বেশি যাত্রী বাংলোদেশে আসছেন। সে জন্য আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

তবে যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে বিমান চলাজল করবে বলেও জানান তিনি।

এর আগে, বাংলাদেশ বিমান ব্যাংকক, মালয়েশিয়া, সৌদি, কাতার, ভারত, ওমান, মালয়েশিয়ার, আরব আমিরাত ও সিঙ্গাপুরের সঙ্গে ফ্লাইট বন্ধ ঘোষণা করে।

অপরদিকে ১ মার্চ থেকে গত ১৮ মার্চ পর্যন্ত বাংলাদেশে ৩৪টি দেশ থেকে ৮ হাজার ৮৫৮ জন বাংলাদেশি দেশে এসেছেন।

বন্‌ধ বিমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর