Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিং ‘অস্বাস্থ্যকর’ পরিবেশে


২২ মার্চ ২০২০ ০১:৪১

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধে ‘যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে চলার’ পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রণালয়। অন্যদিকে বহু মানুষের জনসমাগম করে করোনাভাইরাস ইস্যুতে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজেই।

শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে মন্ত্রীর সঙ্গে ৩৭ জন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘মাননীয় মন্ত্রী আপনার এই ব্রিফিং দেশের প্রায় ৩০টা টেলিভিশনে দেখার জন্য সারাদেশের মানুষ বসে আছে। কিন্তু আপনার পেছনে এখন ৩৭ জন দাঁড়িয়ে আছেন। আজকের এখানে যে সমাবেশ তা কতটা স্বাস্থ্যকর?’

প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা এখন একটি যুদ্ধ অবস্থায় আছি। যুদ্ধ অবস্থায় সব সিস্টেম মেনে চলা সম্ভব হয় না। আমরা এটা বুঝি, আপনারাও বোঝেন আমাদের সকলেরই নিরাপত্তা দরকার। তারপরেও আমাদের দেশের তাগিদে, দেশের মানুষের তাগিদে আজকে ছুটির দিনেও আপনারা কষ্ট করে এসেছেন, আমাদেরও সকলে এখানে এসেছে। আমরা চেষ্টা করবো যাতে আরও সংক্ষিপ্ত আকারে করতে। যেখানে এত লোকসমাগম না ঘটে সে চেষ্টাও অবশ্যই করবো।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের যুদ্ধ প্রস্তুতিকালীন সময়, এখন তো কাজের সময়, আমরা সবকিছু এক এক করে সারতে পারছি না। প্রতিনিয়ত আমরা কাজ করছি, আজকে ছুটির দিনেও কাজ করছি। এখানে আমাদের বসার সিদ্ধান্তও একদিন আগে নেওয়া। কাজেই এই জিনিসটা আমরা অবশ্যই মনে রাখবো। সকলেই যার যার জায়গায় সচেতন থাকবে সেটাই আমরা কামনা করি।’

তবে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যকে আসলে গ্রহণযোগ্য বলে মনে করছেন না অনেকেই। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংবাদ যোগাড় করতে যাওয়া গণমাধ্যমের কর্মীরাও মন্ত্রীর ব্যাখ্যাকে দেখছেন অনেকটা ভুল ঢাকার চেষ্টা হিসেবে।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান এ বিষয়ে সারাবাংলাকে বলেন, ‘আমরা সবসময়েই বলছি ভিড় এড়িয়ে চলতে। উনারাও বলছেন, আমরা বলছি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় চলতে। এমন একটা ক্রাইসিস মোমেন্টে তাই এমন ব্রিফিং অন্য স্থানেও করা যেত। কারণ আমরা আসলে জানি না, কে কোথা থেকে এসেছে। তাই এমন অবস্থায় এ ধরনের সংবাদ সম্মেলনকে আসলে স্বাস্থ্যসম্মত বলা যায় না।’

তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনে অনেক কর্মকর্তাকে দেখেছি। সেখানেও অনেকে না থেকে হয়তো বা কয়েকজন কর্মকর্তা থাকলে হতো। এটা আসলে আমাদের বাংলাদেশের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, সবাই থাকতে চায়। এটা আসলে মোটেও উচিত হয় নাই। জনসমাগম এড়িয়ে চলা ভালো এই সময়ে। গণমাধ্যম কর্মীদের জন্যেও এটা বিপদ জনক হয়ে উঠতে পারে।’

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বর্তমান অবস্থায় যেকোনো জনসমাগম বিপদের কারণ হতে পারে। আমরা বলছি আমাদের দেশে এখন পর্যন্ত লোকাল ট্রান্সমিশন হয়েছে। তারপরেও আসলে রিল্যাক্সড থাকার সুযোগ নেই। এই ক্ষেত্রে এমন সংবাদ সম্মেলনকে সম্পূর্ণভাবে ‘অস্বাস্থ্যকর’ পরিবেশে হয়েছে এটা আমরা বলতে পারি। এমন অবস্থায় আসলে সকলেই ঝুঁকির মুখে পড়তে পারে।’

অস্বাস্থ্যকর ব্রিফিং স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর