করোনা: বিশ্বব্যাপী বেড়েই চলেছে মৃতের সংখ্যা
২২ মার্চ ২০২০ ০৩:০৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রতিদিনই কয়েকশ করে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার (২১ মার্চ) দেশটিতে ৭৯৩ জনের মৃত্যু হয়। যা এখন পর্যন্ত কোনো দেশের একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া স্পেনেও এদিন ব্যাপক প্রাণহানি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ২৫৩ জনের মৃত্যু হয়েছে।
ইতালিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৩২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২১ জন। প্রতিনিয়তই বাড়ছে মৃতের সংখ্যা।
স্পেনে শনিবার সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত স্পেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৮০ জনে। স্পেনের রাজধানী মাদ্রিদেই এসব আক্রান্তের প্রায় এক তৃতীয়াংশের বেশি।
ভাইরাসটির প্রকোপে শনিবার ইরানেও ব্যাপক প্রাণহানি হয়েছে। এখন পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে শনিবার মৃত্যু ৫৩ জনের মৃত্যুতে দেশটিতে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে।
বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে দুই জনের।
corona on earth করোনাভাইরাস বিশ্বব্যাপী বেড়ে চলেছে মৃতের সংখ্যা