Thursday 12 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোয়ারেনটাইনের জন্য প্রস্তুত ২৬৬টি স্থানের ১৪ হাজার শয্যা


২২ মার্চ ২০২০ ০৭:১০ | আপডেট: ২২ মার্চ ২০২০ ১১:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাস বা (কোভিড-১৯) মোকাবিলার প্রস্তুতি হিসেবে এখন পর্যন্ত দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে জন্য ২ শ ৬৬টি স্থান প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ১৩ হাজার ৯৪০ জনকে কোয়ারেনটাইনে রাখা যাবে।

শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসোলেশনের জন্য এখন পর্যন্ত প্রস্তুত ৫ হাজার ২৯৩ বেড

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, ঢাকার আশকোনা হজ ক্যাম্পের মতো আরও ২৬৫টি স্থানকে নির্ধারণ করা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনের জন্য। এ সব স্থানে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের নজরদারিতে রাখা হবে। ঢাকার আশকোনা ও দিয়াবাড়ি এই দুইটি কোয়ারেনটাইন কেন্দ্রের দায়িত্বে থাকে সেনাবাহিনী। এছাড়া কাপাসিয়া ও গাজীপুরের বিভিন্ন স্থানে কোয়ারেনটাইনের জন্য প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত মোট ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিন জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও এবং দুই জনের মৃত্যু হয়েছে।

কোয়ারেনটাইন টপ নিউজ প্রস্তুত শয্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর