জামিন ও গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আদালতের কার্যক্রম মুলতবির নির্দেশ
২২ মার্চ ২০২০ ১৪:৩৮
ঢাকা: জামিন ও গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া নিম্ন আদালতের বিচারকাজ মুলতবির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড ১৯) এর পরিপ্রেক্ষিতে দেশের অধস্থন আদালতসমূহে জনসমাগম পরিহার করা প্রয়োজন।
সাকুলারে আরও বলা হয়, আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ছাড়া অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য সীমিত করার নির্দেশ দেওয়া হলো।
আরও পড়ুন: ‘আদালত বন্ধের সিদ্ধান্ত আসতে পারে ২৬ মার্চের আগে’