Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার থেকে কলকাতা লকডাউন


২২ মার্চ ২০২০ ১৬:১৭ | আপডেট: ২২ মার্চ ২০২০ ১৬:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেল করোনাভাইরাসের কারণের সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ মোকাবিলায় কলকাতাসহ সকল পৌর এলাকা সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের পরামর্শক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র। রোববার (২২ মার্চ) লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্তৃপক্ষ।

রাজ্য সরকারের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, লকডাউন অবস্থায় শুধুমাত্র জরুরি প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না।

প্রাথমিকভাবে সাত দিনের জন্য এই লকডাউন কার্যকর করা হচ্ছে, পরে পরিস্থিতি বুঝে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। রাজ্যবাসীকে সুরক্ষিত রাখার তাগিদ থেকেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, রোববার ভারতজুড়ে পালিত হচ্ছে জনতা কারফিউ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ভারতে এই কর্মসূচি পালন করছে জনগণ। এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের রেল যোগাযোগ।

এদিকে, ভারতের আরও ৭৫ জেলায় লকডাউন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের কর্তৃপক্ষ।

করোনাভাইরাস কলকাতা কোভিড-১৯ টপ নিউজ লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর