Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা সংকটে ফ্রি টেলিমেডিসিন চালুর আহ্বান


২২ মার্চ ২০২০ ১৬:৩৯

ঢাকা: করোনাভাইরাসের সংকট মোকাবিলায় ফ্রি টেলিমেডিসিন সেবা চালুর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। রোববার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ এ আহ্বান জানান।

মহিউদ্দীন আহমেদ বলেন, ‘জনসংখ্যা অনুপাতে দেশের চিকিৎসা ব্যবস্থা পূর্ব থেকে অপ্রতুল। বর্তমানে করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে ১০ গুণ বেশি রোগী আসছে। হোম কোয়ারেন্টিন বা আইসোলেশনে থাকা রোগীরা ডাক্তারের পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে জ্বর, ঠাণ্ডা, কাশি ও ডায়রিয়া স্বাভাবিক প্রক্রিয়ায় হলেও করোনায় এ সকল লক্ষন থাকায় রোগীরা আতঙ্কিত হচ্ছেন এবং হাসপাতালে ভির জমাচ্ছেন। ইতিমধ্যে অনেক ডাক্তার বাইরে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছেন। অনেক ডাক্তার করোনা থেকে বাঁচার সরঞ্জামের অভাবে নিজেরাই আতঙ্কে আছেন। পর্যাপ্ত কীটের অভাবে সবাইকে টেস্ট করা সম্ভব হচ্ছে না। এ সব সমস্যার সমাধান হতে পারে প্রযুক্তিভিত্তিক টেলিমেডিসিন সেবা।’

বিজ্ঞাপন

আমাদের দেশে মোবাইল অপারেটরদের বিভিন্ন নামে টেলিমেডিসিন সেবা রয়েছে তবে তা ব্যয়বহুল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা করোনার আবির্ভাবের পরপরই বিটিআরসিকে অনুরোধ করেছিলাম সংকট মোকাবিলায় অপারেটরদের নিয়ে প্রযুক্তির সর্বোচ্চ সেবা ও জনগণের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আজ পর্যন্ত কোন অপারেটর বা কমিশন নাগরিকদের সংকটে সেভাবে পাশে দাঁড়ায়নি।’

আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি করোনার হুমকি মোকাবেলায় করোনা বিষয়ক বিশেষ ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করা হোক। যাতে জনগণ বাসায় বসেও করোনা বিষয়ে বিভিন্ন পরামর্শ পেতে পারেন। এতে কিছুটা হলেও আতঙ্ক হ্রাস পাবে বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

করোনাভাইরাস সংকট

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-২
২৫ নভেম্বর ২০২৪ ২০:০১

আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৩৪
২৫ নভেম্বর ২০২৪ ১৯:৫২

কেন বিয়ে হচ্ছে না উর্বশীর?
২৫ নভেম্বর ২০২৪ ১৯:২৫

আরো

সম্পর্কিত খবর