Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ


২২ মার্চ ২০২০ ১৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (২২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই আদেশের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে যে এলাকায় বর্তমানে কর্মরত আছেন, তিনি সেই এলাকার বাইরে অন্য কোথাও যেতে পারবেন না।

শুক্রবার বা অন্য যেকোনো সরকারি ছুটির দিনও তারা ওই এলাকার বাইরে যেতে পারবেন না বলে জানান মন্ত্রিপরিষদের একজন কর্মকর্তা।

কর্মস্থল টপ নিউজ সরকারি কর্মকর্তা-কর্মচারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর