Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি সার্ক তহবিলে ১৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ


২২ মার্চ ২০২০ ১৯:৫৪ | আপডেট: ২২ মার্চ ২০২০ ২০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষার জন্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) জরুরি তহবিলে ১৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ।

রোববার (২২ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে গত ১৫ মার্চ সার্কভুক্ত দেশগুলোর নেতারা একটি ভিডিও কনফারেন্সে যোগ দেন। ওই কনফারেন্সের মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলের দেশগুলোর একসঙ্গে মিলে এই দুর্যোগ মোকাবিলা করা এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। ওই কনফারেন্সে এই দুর্যোগ মোকাবিলায় জরুরি সহায়তা তহবিল গঠন করা হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ওই কনফারেন্সে ঘোষণা দেন যে, বাংলাদেশ করোনা মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আছে এবং প্রয়োজনে যেকোনো সহায়তা করতেও প্রস্তুত রয়েছে। তারই অংশ হিসেবে সার্কের জরুরি তহবিলে ১৫ লাখ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ।’

এর আগে গত ১৫ মার্চ সার্কভুক্ত দেশগুলোর নেতাদের একটি ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরুরি এই তহবিলে ১০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এরপর আফগানিস্তান ও নেপাল এক মিলিয়ন করে, মালদ্বীপ ২ লাখ ডলার এবং ভুটানের ১ লাখ ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা এসেছে।

১৫ লাখ ডলার জরুরি সার্ক তহবিল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর