Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসপোর্টের বায়োমেট্রিক কার্যক্রম স্থগিত


২৩ মার্চ ২০২০ ১৬:৩১

ঢাকা: করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ই-পাসপোর্ট কার্যক্রম ও মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বায়োমেট্রিক কার্যক্রম স্থগিত করেছে পাসপোর্ট অধিদফতর। তবে রি-ইস্যু পাসপোর্ট কার্যক্রম চলমান থাকবে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাসপোর্টের ডিজি বলেন, ‘করোনা পরিস্থিতি যতদিন স্বাভাবিক হবে না, ততদিন পর্যন্ত এমআরপি বায়োমেট্রিক পদ্ধতির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এ কার্যক্রম আবারো শুরু হবে। এর বাইরে রিইস্যু পাসপোর্ট চালু থাকবে।’

বায়োমেট্রিক পদ্ধতি বন্ধ করার কারণ ব্যাখ্যা করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘এ কার্যক্রমে ফিঙ্গারপ্রিন্ট রিডারে বারবার আঙ্গুল দিতে হয়, সেখানে হ্যান্ডস গ্লাভস ব্যবহার করা হয় না, সরাসরি হাত দিয়ে কাজ করতে হয়। যেটা করোনার জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট রিডার বারবার মুছতেও হয়। এতে যেমন করোনা ঝুঁকি রয়েছে তেমনি ফিঙ্গারপ্রিন্ট রিডার নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। এসব কিছু বিবেচনায় রেখেই এমআরপি বায়োমেট্রিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মেজর জেনারেল সাকিল আহমেদ আরও বলেন, ‘যখন আমরা দেখব করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তখন আমরা তাৎক্ষণিকভাবে আগের মতো কার্যক্রম চালু করব।’

পাসপোর্ট পাসপোর্ট অধিদফতর পাসপোর্টের ডিজি বায়োমেট্রিক

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর