Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিপিই এখনও তেমন প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী


২৩ মার্চ ২০২০ ১৬:৫২

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল তখন তাদের কাছেও পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) তেমন ছিল না। এখনও আমাদের পিপিই অতটা দরকার নেই।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে চিকিৎসকদের নিরাপত্তা বিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় আমাদের আগে থেকেই প্রস্তুতি ছিল। তাই আমরা ২০ হাজার মানুষকে কোয়ারেনটাইন করেছি। এছাড়াও তিন মাস আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম ল্যাব তৈরি করার জন্য। আমরা মেশিনও পেয়ে গেছি। ল্যাব স্থাপনের কাজ এগিয়ে চলছে। আশা করি ১০ দিনের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ হবে।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার কথা বলেছি। এরপরও ফেসবুকে নানা কথাবার্তা হচ্ছে। সৌদি আরব, কাতার, ইরান, কুয়েত বন্ধ করেছেন। কিন্তু আমাদের দেশে এখনও বন্ধ হয়নি। ইরানে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছে। আপনারা এটি মাথায় রাখবেন, খেয়াল রাখবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই না আমরা অযথা ঘোরাঘুরি করেন। আপনাদের বাড়িতে থাকা প্রয়োজন। এই যে স্কুল বন্ধের দাবি উঠল। আমরা স্কুল বন্ধ করলাম। কিন্তু দেখলাম স্কুল বন্ধ পেয়ে কক্সবাজার, চট্টগ্রামে ঘুরতে গেছেন। এগুলো করার জন্য তো স্কুল বন্ধ করা হয়নি। এ বিষয়গুলো অভিভাবকদের বলা দরকার।’

নিরাপত্তা সরঞ্জাম পিপিই স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর