Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা পরীক্ষা আরও ৮টি ল্যাব স্থাপন করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী


২৩ মার্চ ২০২০ ১৭:৪৫

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে করোনাভাইরাস পরীক্ষায় আরও ৮টি ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে। এছাড়াও প্রয়োজনীয় যন্ত্রপাতি চলে এসেছে। সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) দেশের বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হবে।’ বাংলাদেশে ইতোমধ্যে ফ্লাইট আসা সীমিত করা হয়েছে। অল্প দিনের মধ্যে বাকি ফ্লাইটও বন্ধ হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পিপিই এখনও তেমন প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং বেসরকারি খাতের পাওয়ার প্ল্যান্ট কোম্পানিগুলোর সংগঠনের পক্ষ থেকে করোনার জন্য চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তারা মোট ৫০ হাজার পিপিই ও ৫০ হাজার করোনা পরীক্ষার কিট দেবে বলে জানায়। এর মধ্যে আজকের অনুষ্ঠানে চার হাজার পিপিই দেওয়া হয়। বাকিগুলো আগামী ১৪ দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়।

করোনাভাইরাস ল্যাবরেটরি

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর