Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় মাইক হাতে রাস্তায় মেয়র নাছির


২৩ মার্চ ২০২০ ১৯:২৩

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় নগরবাসীকে সচেতন করতে এলাকায় এলাকায় ঘুরে প্রচারণায় নেমেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (২৩ মার্চ) দুপুর থেকে নগরীর টাইগারপাস, ইস্পাহানী মোড়, লালখান বাজার, ওয়াসার মোড়, জিইসি মোড়, দুই নম্বর গেইট, ষোলশহর রেলস্টেশন মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা, চেরাগীপাহাড়, জামালখান, কাজীর দেউরীসহ বিভিন্ন এলাকায় প্রচারণা করেছেন মেয়র।

বিজ্ঞাপন

এসময় মেয়র নিজেই মাইকিং করেন ও বক্তব্য রাখেন।

নগরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, ‘নিজের সুরক্ষার বিষয়ে সচেতন হোন। অপ্রয়োজনে জনসমাগম এড়িয়ে নিজের বাসায় অবস্থান করুন। অহেতুক বাইরে ঘোরাঘুরি থেকে বিরত থাকুন। ফেসবুকে ঢালাওভাবে অপ-প্রচার যারা করছে, তাদের বিষয়ে সতর্ক থাকুন। করোনাভাইরাসের কারণে অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হোন। আপনারা যদি সতর্কতা অবলম্বন করতে পারেন পরিবার, সমাজ এবং এই শহরটাও নিরাপদ থাকবে।’

‘সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুবেন। শুকনো কাপড় দিয়ে হাত মুছে ফেলবেন। বাড়ি ও কর্মক্ষেত্র প্রতিদিন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ কাজ ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। পায়ে হেঁটে চলাচল করুন।’

মেয়র হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের সরকারি নির্দেশ প্রতিপালনের আহ্বান জানান এবং প্রয়োজনে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার ব্যয়ভার সিটি করপোরেশনের পক্ষ থেকে করার ঘোষণা দেন।

এছাড়া সামগ্রিক পরিস্থিতিতে সংকটে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র। প্রায় ৪ ঘণ্টা ধরে চালানো প্রচারণার সময় কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু ও শৈবাল দাশ সুমন উপস্থিত ছিলেন। প্রচারণার সময় মেয়র মাস্ক, হ্যান্ডসেনিটাইজার, লিফলেট, সাবান বিতরণ করেন।

বিজ্ঞাপন

আ জ ম নাছির করোনাভাইরাস চট্টগ্রাম সিটি করপোরেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর