সিলেটে করোনা ঠেকাতে সব মার্কেট বন্ধ ঘোষণা
২৩ মার্চ ২০২০ ১৯:৫৪
সিলেট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতার অংশ হিসেবে সিলেট জেলার সব মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল থেকে সিলেট নগরীর বেশির ভাগ মার্কেট বন্ধ করে দেওয়া হয়।
পাশাপাশি লোক সমাগম হয় এমন সকল প্রকার রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতি কর্মকান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। গত দুই দিন আগে এসব কর্মকান্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সোমবার বিকেলে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
এ সময় তিনি প্রবাস ফেরত ব্যক্তিদের নিজেদের তত্ত্বাধানে হোম কোয়ারেনটাইনে থাকার অনুরোধ জানান। তিনি বলেন, ‘সিলেটের শামসুদ্দিন হাসপাতাল ভর্তি থাকা প্রবাসফেরত নারীর শরীরে করোনার লক্ষণ ধরা পড়েনি।’