বন্ধ হয়ে গেল হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি
২৩ মার্চ ২০২০ ২০:২৯
হিলি: প্রাণঘাতি করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার মোকাবিলায় ভারত সরকার লকডাউন করায় ৫ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর দিয়ে দুই-দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। সোমবার (২৩ মার্চ) বিকেল থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, প্রাণঘাতি করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার মোকাবিলায় ভারত সরকার লকডাউন করায় সোমবার বিকেল থেকে আমদানি-রফতানি বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। আগামী ২৭ মার্চ পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।
এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ১৩ মার্চের আগে দুই-দেশের মাঝে প্রবেশ করা যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও আজ সোমবার থেকে সবধরণের যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে ভারত থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশ স্বাভাবিক আছে বলে জানান তিনি।