Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০০ কোটি ডলারের পোশাকের ক্রয়াদেশ স্থগিত


২৪ মার্চ ২০২০ ০০:২০

ঢাকা: করোনাভাইরাসের প্রভাবে দেশের পোশাক কারখানাগুলোতে ক্রয়াদেশ স্থগিতের পরিমাণ বেড়েই চলেছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত এর পরিমাণ প্রায় ‍দুইশ কোটি ডলার বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। আগের দিনও (রোববার, ২২ মার্চ) এর পরিমাণ দেড়শ কোটি ডলার বলে জানিয়েছিল সংগঠনটি। অর্থাৎ এই একদিনের ব্যবধানেই আরও ৫০ কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল হয়েছে।

সোমবার বিজিএমই সভাপতি রুবানা হক জানান, এদিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিদেশি ক্রেতারা ১ দশমিক ৯৮ বিলিয়ন বা ১৯৮ কোটি ডলারের অর্ডার বাতিল করেছেন। আগের দিন রাতে তিনিই জানিয়েছিলেন ১৪৮ কোটি ডলারের অর্ডার বাতিলের কথা।

বিজ্ঞাপন

রোববার রাতের ভিডিও বার্তায় বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, ভয়াবহ অবস্থা চলছে আমাদের। বিভিন্ন দেশ, বিভিন্ন মহাদেশ থেকে সব ক্রেতারা তাদের ক্রয়াদেশ আপাতত বালিত বা স্থগিত করছে। বলছে স্থগিত, কিন্তু আমাদের জন্য স্থগিত বা বাতিল একই কথা। কাজেই সবকিছু মিলিয়ে সর্বশেষ তথ্যানুযায়ী এখন পর্যন্ত ১ হাজার ৮৯টি কারখানা আমাদের ওয়েব পোর্টালে এন্ট্রি করেছে। এর মধ্যে ৮৭ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৬২২টি পোশাকের কার্যাদেশ বাতিল করা হয়েছে। এর আর্থিক মূল্য ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।  এতে ক্ষতিগ্রস্ত শ্রমিকের সংখ্যা প্রায় ১২ লাখ।

এর আগে নাম প্রকাশ না করার শর্তে রোববার বিকেলে সংগঠনটির এক নেতা জানিয়েছিলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত ৩৪৭টি কারখানার ৯২৭ মিলিয়ন ডলারের পোশাক পণ্যের অর্ডার স্থগিত হয়েছে। এর মধ্যে ওয়েবসাইটে ১৮৪টি কারখানার ৫৬১ মিলিয়ন ডলার ও ইমেইলে ১৬৩টি কারখানার ৩৬৫ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ স্থগিত হয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, বিশ্বের স্বনামধন্য প্রায় সব বায়ারই ক্রয়াদেশ বাতিল করছে।

বিজ্ঞাপন

ক্রয়াদেশ বাতিল ক্রয়াদেশ স্থগিত ড. রুবানা হক তৈরি পোশাক খাত বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর