Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে হোম কোয়ারেনটাইনে ১৫১০ জন


২৪ মার্চ ২০২০ ০৯:০৯

বরিশাল: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে একহাজার ৫১০ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪১১ জনকে হোম কোয়ারেনটাইনে আনা হয়। এর আগের ২৪ ঘণ্টায় হোম কোয়ারেনটাইনে আনা হয়েছিল ২৮১ জনকে।

রোববার (২২মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বিভাগের ছয় জেলার মধ্যে বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন ১৩৫ জনসহ ৩৫৬ জন, পটুয়াখালীতে নতুন করে ১০৩ জনসহ ২৮২ জন, ভোলায় নতুন ৪৭ জনসহ ২৪৮ জন, পিরোজপুরে নতুন ৬৫ জনসহ ২৪৯ জন, বরগুনায় নতুন ৩৪ জনসহ ২২০ জন ও ঝালকাঠিতে নতুন ২৪ জনসহ ১৪৫ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

এছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় নতুন তিন জনসহ ১০ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এছাড়া বরগুনা জেলায় একজন আইসোলেশনে চিকিৎসাধীন। তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

বরিশাল হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর