কক্সবাজারে রোহিঙ্গাসহ কোয়ারেনটাইনে ২৭৯ জন
২৪ মার্চ ২০২০ ১০:৪৫
কক্সবাজার: কক্সবাজার জেলায় কোয়ারেনটাইনে আছে ২৭৯ জন। এর মধ্যে ২২৮ জন হলেন প্রবাসী এবং তাদের স্বজন- যারা হোম কোয়ারেনটাইনে রয়েছে। এছাড়া টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে আইওএম’র হাসপাতালে রাখা হয়েছে একই পরিবারের ৪ রোহিঙ্গাকে।
পাশাপাশি কারাগারে কোয়ারেনটাইন করা হয়েছে ৪৭ জন আসামিকে।
তবে এখনও জেলায় কোনো করোনা রোগী আইসোশেলনে নেই বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।
অন্যদিকে, করোনাভাইরাসে পর্যটক আসা বন্ধ করায় কমে এসেছে কক্সবাজারে দূরপাল্লার বাস চলাচল। বন্ধ হয়ে গেছে বেশিরভাগ শীততাপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী গণ পরিবহণ। যাত্রী সংকটের কারণে নন এসি বাসও আগের তুলনায় কমে এসেছে। স্থানীয়রা বলছেন, কমপক্ষে এক সপ্তাহের জন্য হলেও যান চলাচল বন্ধ করা হোক।