Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর হাসপাতালগুলো জীবাণুমুক্ত করছে রেড ক্রিসেন্ট-বিদ্যানন্দ


২৪ মার্চ ২০২০ ১১:০২ | আপডেট: ২৪ মার্চ ২০২০ ১১:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমিয়ে আনার গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য প্রদান কার্যক্রমের পাশাপাশি রাজধানীর বিভিন্ন হাসপাতালকে করোনাভাইরাসের জীবাণুমুক্ত করার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আর এই কাজে তাদের সহযোগিতা করছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’। যৌথভাবে তারা রাজধানীর হাসপাতালকে জীবণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করার কাজ করবে।

এর আগে, সোমবার দিবাগত রাতে স্বাস্থ্য অধিদফতরে করোনাভাইরাস সংক্রমণরোধে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভার্নিং বোর্ডের সদস্য প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. ইকবাল কবির, যুগ্ম ফোকাল পারসন (কোয়ারেনটাইন ম্যানেজমেন্ট) ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদসহ রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরে কার্যক্রম শেষে স্বেচ্ছাসেবকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তারা মধ্যরাত পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত, বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যে মানুষের কল্যাণে কাজ করে আজকের এই জীবাণুনাশক স্প্রে কার্যক্রম তার উজ্জ্বল দৃষ্টান্ত। এই জীবাণুনাশক স্প্রে কার্যক্রম করোনাভাইরাস সংক্রমক প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সত্যিই আমরা গর্বিত স্বেচ্ছাসেবকদের জন্য যারা নিজের জীবনকে বিপন্ন করে বাজি রেখে এই কাজটি করছে।’

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. ইকবাল কবির বলেন, ‘রাজধানীর যেসব হাসপাতালে কোয়ারেনটাইন বা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে এসব হাসপাতালসহ রাজধানীর সব হাসপাতালকে জীবাণুমুক্ত করতে সারারাত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করবে। সময়োপযোগি এই ধরনের কার্যক্রম গ্রহণের ফলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।’

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যারা রাতদিন সাধারণ মানুষের সেবার পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন তাদের স্বাস্থ্য সুরক্ষায় এটি একটি গ্রহণযোগ্য পদক্ষেপ এবং তাদেরকে এই আত্মত্যাগে অনুপ্রেরণা যোগাবে। একই সাথে স্বেচ্ছাসেবার অনন্য দৃষ্টান্তস্বরূপ, এই উদ্যোগ দেশের অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রাণিত হয়ে নিজ নিজ উদ্যোগে আসন্ন করোনা ভাইরাস মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখবে।’

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা যৌথভাবে এই জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করবেন। যেসব স্বেচ্ছাসেবক এই কাজের সাথে সম্পৃক্ত থাকবেন তাদের সবধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

করোনাভাইরাস জীবাণুমুক্ত হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর