বারডেমের বাথরুমে গলায় ফাঁস দেওয়া রোগীর মৃতদেহ
২৪ মার্চ ২০২০ ১২:৫৫
ঢাকা: রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালের বাথরুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হানিফা (৩৫) নামে এক রোগীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোর চারটার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
হানিফার স্ত্রী মাসুমা আক্তার জানায়, হানিফা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাহেরচর গ্রামের আ. মান্নানের পুত্র। সে পেশায় কাঠমিস্ত্রী ছিল। চার বছর ধরে সে অসুস্থ্য। তার ডায়াবেটিকস, পায়ের আঙ্গুলের ঘা, পেট জ্বালাপোড়াসহ বিভিন্ন সমস্যা ছিল। দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জে থাকতো তারা।
মাসুমা আরও জানায়, এ মাসের ২০ তারিখে তার স্বামীকে বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। সে হাসপাতালের ৯ম তলার ওয়ার্ডে ভর্তি ছিল। সোমবার রাত ১২টার দিকে তারা দুজন বেডে ঘুমিয়ে পড়ে। এরপর রাত তিনটার দিকে ঘুম ভেঙে গেলে স্বামীকে বেডে দেখতে পায় না মাসুমা। পরে বাথরুমের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ। এরপর স্টাফ-নার্সদের ডাকলে তারা দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢোকে। এর পর তারা দেখে যে, হানিফা বাথরুমের শাওয়ারের সঙ্গে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।
পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে। অসুস্থতার কারণেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা মাসুমার।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী বিপ্লব সরকার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, বিভিন্ন সমস্যা নিয়ে হানিফা বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। পেটের ব্যাথা সহ্য করতে না পেরে রাত আনুমানিক তিনটা থেকে চারটার মধ্যে বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।