অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ ঘোষণা
২৪ মার্চ ২০২০ ১৫:০১
ঢাকা: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার রাত ১২টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাস রোধে দেশের অভ্যন্তরীণ সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন শুধু আন্তর্জাতিক ৪টি দেশ থেকে বিমান আসছে। এর মধ্যে হংকং থেকে ড্রাগন এয়ার ২৮ মার্চ থেকে আর আসবে না। থাইল্যান্ডের ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজ বুধবার থেকে আসবে না। ফলে বৃহস্পতিবার থেকে শুধু যুক্তরাজ্য ও চীনের ফ্লাইট আসবে।
এদিকে, এর আগেই বাংলাদেশ বিমান ২৫ মার্চ থেকে ৩১ মার্চ অবধি অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করে। একইসঙ্গে আন্তর্জাতিক রুটের সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া, সৌদি, কাতার, ভারত, ওমান, মালয়েশিয়ার, আরব আমিরাতের ফ্লাইট বন্ধ করেছ।
বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজও ২২ মার্চ থেকে আগামী ৩ মাসের জন্য সকল ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সংস্থাটি বলেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার অপারেশনে যাবে।