দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯, মৃতের সংখ্যা ৪
২৪ মার্চ ২০২০ ১৫:২২
ঢাকা: বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ছয় রোগী শনাক্ত করা হয়েছে। এই ছয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪।
মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে অনলাইনে তাদের নিয়মিত প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানায়।
অনলাইন সংবাদ ব্রিফিংয়ে আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন করে ছয়জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। তার বয়স ৭০ এর উপরে। তিনি অনেকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
তিনি বলেন, ‘আক্রান্তদের একজন সৌদি আরব ফেরত। আর পাঁচজন আগে আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন।’
ড. ফ্লোরা জানান জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর’র হটলাইনে করোনা সংক্রান্ত ১৭০০টি কল এসেছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আর সর্বমোট করোনা পরীক্ষার সংখ্যা ৭১২টি। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪০ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে আছেন ৪৬ জন।
সরকার আগামী ২৬ মার্চ থেকে ১০ দিনের বাধ্যতামূলক যে ছুটির সিদ্ধান্ত নিয়েছে তা করোনা ভাইরাস মোকাবিলায় ভূমিকা রাখবে বলে জানান তিনি।