Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় পিকআপের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২


২৪ মার্চ ২০২০ ১৬:৩৭

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- চৌদ্দগ্রামের কালিকাপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নুর আহাম্মদের ছেলে অটোরিকশা চালক পেয়ার আহাম্মদ (৩৮) ও যাত্রী লুদিয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মো.বাহার (৪৫)।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার পেয়ার আহাম্মদ তার অটোরিকশায় যাত্রী নিয়ে আমজাদের বাজার এলাকা থেকে চৌদ্দগ্রামের উদ্দেশে আসছিলেন। পথে নানকরা এলাকায় পিকআপের ধাক্কায় দুমড়ে মুচড়ে সিএনজি অটোরিকশা রাস্তার পাশে পড়ে যায়। এতে অটোরিকশা চালক পেয়ার আহাম্মদ ও যাত্রী বাহার গুরুতর আহত হন। পরে তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শরীফ হোসেন দুই জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিল্লা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

বায়ু দূষণে ৩য় ঢাকা
৩০ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর