ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে
২৪ মার্চ ২০২০ ১৭:০৮
ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারে লেনদেন। মঙ্গলবার (২৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
মঙ্গলবার ডিএসইতে ৩৫২টি কোম্পানির ৩ কোটি ৮৩ লাখ ৯ হাজার ২৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ পয়েন্ট কমে ৩ হাজার ৯৭৬ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে ডিএসইএস শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ৯১৭ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪২ টি কোম্পানির শেয়ার। দিনশেষে ডিএসইতে মোট আর্থিক লেনদেনের পরিমাণ ১৩৯ কোটি ৫৪ লাখ ১৯ হাজার টাকা।
অন্যদিকে মঙ্গলবার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬২টি কোম্পানির ২৭ লাখ ৫১ হাজার ২৭৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ২২টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৩টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৮১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে ১১ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।