ছাড়ছেন ঢাকা, বাড়াচ্ছেন শঙ্কা, গুণছেন চারগুণ ভাড়া
২৪ মার্চ ২০২০ ২০:৪৬
আরিফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: দেশব্যাপী করোনাভাইরাস বা কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার পর সার্বিক পরিস্থিতি ঝুঁকির মুখে ফেলে ঢাকা ছাড়তে শুরু হরেছে হাজারো মানুষ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে দেখো গেছে উপচে পড়া ভিড়। এই সুযোগে বাড়ানো হয়েছে গাড়ির ভাড়াও।
মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর কয়েকটি বাস টার্মিনাল সরেজমিনে ঘুরে দেখা গেছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের নানা অনিয়ম আর অরাজকতার চিত্র।
রাজধানীর গাবতলি বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, বাসগুলো অতিরিক্ত যাত্রী বহনের পাশাপাশি নিচ্ছেন অতিরিক্ত ভাড়াও। বিভিন্ন রুটে আসনপ্রতি দুইশ থেকে তিনশ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে।
গাবতলী বাস টার্মিনাল থেকে পাটুরিয়া ফেরি ঘাটের বাস ভাড়া জনপ্রতি ১০০ টাকা হলেও আজ নেওয়া হচ্ছে ৪০০ টাকা করে। পাটুরিয়াগামী যাত্রী আকাশ সারাবাংলাকে জানান, আজকে বাড়ি যাওয়ার জন্য অনেক খুঁজের কোনো চেয়ার কোচের টিকিট পাইনি। বাধ্য হয়ে ১০০ টাকা ভাড়া ৪০০ টাকা দিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছি। ঘাট পার হয়ে অন্য কোনো গাড়িতে বাড়ি যাব।’
ভাড়া বেড়েছে এসি, ননএসি, চেয়ার কোচসহ সব ধরনের গাড়িতে। যারা বাড়ি যাওয়ার পণ করে বেরিয়েছে তারা যেতে চান যে কোনো মূল্যে। তাই অতিরিক্ত টাকায়ও টিকিট কাটছেন তারা।
১০ দিনের ছুটিতে বাড়ি ফেরার ভিড় ছিল রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, গাবতলীসহ অন্যান্য কাউন্টারগুলোগুলোতেও।
ঢাকা-রংপুর রুটের যাত্রী রুস্তম খান জানান, বাসের কাউন্টারগুলোতে গেলে বলছে কোনো টিকিট নেই। যেটা আছে, সেখানে বাড়তি ২ শ থেকে ৩ শ টাকা করে বেশি দিতে হবে না হলে টিকিট দিচ্ছে না। এ মুহূর্তে কিছুই করার নেই। তাই বাধ্য হয়ে অতিরিক্ত দামে বাসের টিকিট কাটলাম।’
এ বিষয়ে শ্যামলী পরিবহনের টিকিট মাস্টার নাম প্রকাশ না করা শর্তে জানান, গত দুই দিন ধরে টিকিটের ক্রাইসিস চলছে। আমরা যে কয়টা নিজে কিনে রেখেছি সেগুলোই একটু বেশি দামে বিক্রি করছি। শুধু আমি একা নয়, সবাই বেশি দামে বিক্রি করছে।’
সারাবাংলা/এআই/এমআই