পুঁজিবাজারেও ১০ দিনের সাধারণ ছুটি
২৪ মার্চ ২০২০ ২২:২০
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সরকারের সাধারণ ছুটি ঘোষণার সঙ্গে ডিএসই এই ঘোষণা দিয়েছে। অন্যদিকে আগামী ২৬ মার্চ সরকারি ছুটি এবং আগামী ২৭ ও ২৮ মার্চ এবং ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় টানা ১০ দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে সরকার ২৯ মার্চ ২০২০ থেকে ৪ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড রোববার (২৯ মার্চ) থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত ডিএসই’র ট্রেডিং, স্যাটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাফতরিক কাজ বন্ধ থাকবে।
সারাবাংলা/জিএস/এমআই