Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার থেকে পুরোপুরি কাজ শুরু করবে সেনাবাহিনী


২৫ মার্চ ২০২০ ০০:৪৫

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে প্রশাসনকে সহায়তা করতে দেশের সব জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছে সরকার। সে অনুযায়ী বুধবার (২৫ মার্চ) থেকে সেনাবাহিনী পুরোপুরি কাজ শুরু করবে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এরই মধ্যে সশস্ত্র বাহিনীর দল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে একাধিক জেলায় পৌঁছেও গেছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আজ ২৪ মার্চ দেশের সব বিভাগ ও জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে সেনা মোতায়েনের অংশ হিসেবে সেনাবাহিনী প্রয়োজনীয় সমন্বয় করবে।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে সমন্বয় কার্যক্রম শেষে ২৫ মার্চ সেনাবাহিনী পুরোপুরি কাজ শুরু করবে। সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত এবং বিদেশ থেকে প্রত্যাগত ব্যক্তিদের কোয়ারেনটাইনে থাকা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পদক্ষেপগুলোতে সহায়তা ও সমন্বয় করবে। এছাড়াও সেনাবাহিনী বিভাগ এবং জেলা পর্যায়ে প্রয়োজনে মেডিকেল সহায়তা দেবে।

নৌবাহিনী উপকূলীয় এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করবে। বিমান বাহিনী হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও জরুরি পরিবহন কাজে নিয়োজিত থাকবে।

প্রশাসনকে সহায়তা সশস্ত্র বাহিনী সেনা মোতায়েন সেনাবাহিনী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর