Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় রেস্তোরাঁ শ্রমিকদের সবেতনে ছুটি ও রেশনিংয়ের দাবি


২৫ মার্চ ২০২০ ০০:৫৫

ঢাকা: করোনাভাইরাস ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে রেস্তোরাঁ শ্রমিকদের সবেতনে ছুটি ও রেশনিংয়ের দাবি জানিয়েছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার (২৪ মার্চ) সংগঠনের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে অন্যান্য খাতের শ্রমিকদের মতো হোটেল খাতের শ্রমিকদের সম্যসাও বাড়ছে। ঢাকা মহানগরসহ জেলা ও থানা শহর পর্যায়ে হোটেল বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে মালিকরা সবেতনে ছুটি এবং পরবর্তী সময়ে চাকরির নিশ্চয়তা না দিয়েই হোটেল বন্ধ করে দিচ্ছে। হোটেলের শ্রমিকদের সবেতনে ছুটি দিতে এবং সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা কার্যকর করে শ্রমিক ও শ্রমজীবী, তথা সংখ্যাগরিষ্ঠ জনগণের পাশে দাঁড়াতে নেতাদের প্রতি আহ্বান জানান তারা।

আব্দুল খালেক ও আনোয়ার হোসেন বলেন, কলকারখানা পরিদর্শকের উদ্যোগ নিয়ে শ্রমিকদের সবেতনে ছুটির বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।

জাতীয় দুর্যোগের কারণে আগামী ৩০ মার্চের আগে পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা। এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় আতঙ্কিত না হয়ে নেতাকর্মী ও শ্রমিকদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা।

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেশনিংয়ের দাবি সবেতনে ছুটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর