স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর প্রত্যেক এলাকায় মসজিদ থেকে আযানের আগে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে জনগণকে সচেতনতার বার্তা দেওয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান জনস্বার্থে এই নির্দেশনা দিয়েছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘প্রত্যেক নামাজের ওয়াক্তের আযানের আগে মসজিদ থেকে করোনা ভাইরাস নিয়ে জনগণকে সচেতন করে মাইকে প্রচার চালাতে হবে। মানুষকে নিরাপদ দূরত্বে থাকা, মাস্ক-পরিচ্ছন্ন সামগ্রী ব্যবহার করার বিষয়ে মানুষকে জানাতে হবে। করোনা ভাইরাস মোকাবেলার লক্ষ্যে জনস্বার্থে সিএমপি কমিশনার স্যার এই আদেশ দিয়েছেন।’
সারাবাংলা/আরডি/এমআই