Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩০ টাকার হ্যাক্সিসল ৪৫০ টাকায় বিক্রি করায় অর্থদণ্ড


২৫ মার্চ ২০২০ ২১:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো : পাইকারি ওষুধের বাজার চট্টগ্রাম নগরীর হাজারী লেইনে ১৩০ টাকার প্রতিটি হেক্সিসল ৪৫০টাকায় বিক্রি করতে দেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়তি দাম নেওয়ায় এক ওষুধের দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার অভিযানের পর প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান সারাবাংলাকে জানান, হাজারী লেইনের সিকদার মেডিকেল হলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে হাজারী লেইনের ব্যবসায়ীদের করোনা ভাইরাস নিয়ে বিশেষ অবস্থার সুযোগে অনৈতিক ব্যবসা না করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে একইদিনে নগরীর কাপ্তাই রাস্তার মোড়, কাজীর হাট, কামাল বাজার, খাতুনগঞ্জ, আকবর শাহ ও পাহাড়তলী এলাকায় পৃথক অভিযানে আরও ছয় প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

হাসানুজ্জামান জানান, নিত্যপণ্যের মূল্য তালিকা না রাখা এবং মেয়াদোর্ত্তীণ পণ্য রাখায় এসব জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

ওষুধের দোকান জরিমানা ভোক্তা অধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর