Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনিজুয়েলার ‘সিমন বলিভার স্যাটেলাইট’ যোগাযোগ বিচ্ছিন্ন


২৬ মার্চ ২০২০ ১৫:১১

ভেনিজুয়েলার ‘সিমন বলিভার স্যাটেলাইট’

২০০৮ সালে উৎক্ষেপিত ভেনিজুয়েলার প্রথম যোগাযোগভিত্তিক কৃত্রিম উপগ্রহ ‘সিমন বলিভার স্যাটেলাইট’ বিকল হয়ে পড়েছে। দেশটির সরকারি মুখপাত্রের বরাতে বৃহস্পতিবার (২৬ মার্চ) এ খবর জানিয়েছে ফ্রান্স২৪।

এর আগে বুধবার (২৫ মার্চ) ভেনিজুয়েলার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সিমন বলিভার নামের ওই স্যাটেলাইটের সঙ্গে ভেনিজুয়েলার স্টেশনগুলো যোগাযোগ হারিয়েছে।

বিজ্ঞাপন

তবে, ঠিক কবে নাগাদ সিমন বলিভারের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হবে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এদিকে বলিভিয়ার মহাকাশ গবেষণা এজেন্সি জানিয়েছে, সিমন বলিভার নামের ওই স্যাটেলাইটটি টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট সংযোগ স্থাপন, সেলুলার কমিউনিকেশনের কাজে ব্যবহার করা হতো।

প্রসঙ্গত, হুগো শ্যাভেজের শাসন আমলে চীনের কাছ থেকে একটি কমিউনিকেশন স্যাটেলাইট কিনে, ভেনিজুয়েলার জাতীয় নেতা সিমন বলিভারের নামে নামকরণ করে ২০০৮ সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। এরপর অবশ্য, ২০১২ সালের সেপ্টেম্বরে শ্যাভেজের শাসন আমলেই ‘ফ্রানসিসকো ডি মিরান্ডা’ নামে দ্বিতীয় স্যাটেলাইট অধিকার করে নেয় লাতিন আমেরিকার দেশটি।

'সিমন বলিভার স্যাটেলাইট' ভেনিজুয়েলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর