মুন্সীগঞ্জে নতুন ৩৩ জনসহ ৪২৮ জন হোম কোয়ারেনটাইনে
২৬ মার্চ ২০২০ ১৬:৫৮
মুন্সীগঞ্জ: জেলার ছয় উপজেলায় নতুন করে ২৪ ঘণ্টায় ৩৩ জনসহ মোট ৪২৮ জন হোম কোয়ারেনটাইনে আছেন। এখন পর্যন্ত ২০১ জন হোম কোয়ারেনটাইন সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জেলার ছয়টি উপেজলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জনসহ মোট ৪২৮ জন হোম কোয়ারেনটাইনে রয়েছেন।
সিভিল সার্জন জানান, প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে যারা কোয়ারেনটাইনে আছে তাদে খোঁজ-খবর নিচ্ছে। কেউ আদেশ অমান্য করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।