Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রয়লার মুরগি ৭৫ টাকা কেজি, লোকসানে খামারিরা


২৬ মার্চ ২০২০ ১৮:৩৩

শেরপুর: করোনাভাইরাসের কারণে হঠাৎ করে শেরপুরে ব্রয়লার জাতের মুরগির দাম কেজি প্রতি কমেছে ৩৫-৪০ টাকা। এখন বাজারে ৭৫ থেকে ৮০ টাকা দরে বি‌ক্রি হচ্ছে এই জাতের মুরগি। এতে লোকসানের মুখে পড়েছেন খামারিরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

খামারিরা জানান, প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ৯০-৯৫ টাকা। কিন্তু বিক্রি করতে হচ্ছে ৬০ থে‌কে ৬৫ টাকায়। আর বাজারে ব্যবসায়ীরা কে‌জি প্রতি বিক্রি করছেন ৭৫ থে‌কে ৮০ টাকা। এতে বড় ধরণের লোকসানে পড়তে হচ্ছে তাদের।

বিজ্ঞাপন

‌ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের খামারি খোকন ও পানবর গ্রামের সাইফুল জানান, কেজি প্রতি মুরগিতে ৩০ টাকা থেকে ৪০ টাকা লোকসান দিতে হচ্ছে তাদের। বর্তমানে ব্যবসা টিকিয়ে রাখাই ক‌ঠিন হয়ে পড়েছে।

‌ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর গ্রামের খামারি সিরাজ বলেন, ‘আমি ব্রয়লার জাতের মুরগি ৩০ দিন পরিচর্যা করে বুধবার (২৫ মার্চ) দুই হাজার মুরগি কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রি করেছি। এতে আমার লোকসান হয়েছে প্রায় দেড় লাখেরও বে‌শি টাকা।’

হাবিব পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডের স্বত্বাধিকারী আলম বলেন, ‘ঝিনাইগাতী উপজেলার আমি প্রায় ৫০ থেকে ৫৫টি খামারিকে ব্রয়লার মুরগির বাচ্চা দিয়ে থাকি। করোনাভাইরাস আতঙ্কে ঢাকা ও স্থানীয় ভাবে ব্রয়লার মুরগির চাহিদা কমে যাওয়ায় কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা কমে গেছে। এতে বেশির ভাগ খামারির লোকসান হচ্ছে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এ টি এম ফায়জুর রাজ্জাক আকন্দ বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। স্থানীয়ভাবে ব্রয়লার মুরগির চাহিদাও কমে গেছে। এছাড়া ঢাকাতে সরবারহ করতে না পারার কারণে মুরগির দাম কিছুটা কমে যেতে পারে।’ কোনো রোগের প্রাদুর্ভাবে দাম কমে যায়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

কারোনাভাইরাস ব্রয়লার মুরগি শেরপুর

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর