Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআইটিআইডি থেকে ৩ জনের করোনার নমুনা প্রতিবেদন গেল ঢাকায়


২৬ মার্চ ২০২০ ২০:১৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে তিনজনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা প্রতিবেদন ঢাকায় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রে (আইসিডিআর) পাঠিয়ে দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার বাইরে প্রথম চট্টগ্রামে বিআইটিআইডিতে করোনা সন্দেহে নেওয়া নমুনা পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) নমুনা প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে এবং আরও পাঁচজনের নমুনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী।

বিজ্ঞাপন

ডা. হাসান আরও জানিয়েছেন, নতুনভাবে নেওয়া পাঁচজনের নমুনার তিন জন কক্সবাজারের এবং দু’জন চট্টগ্রামের।

যে তিনজনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাদের ফলাফল ঢাকায় আইসিডিআর থেকে ঘোষণা করা হবে বলেও তিনি জানিয়েছেন।

গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর ঢাকার বাইরে প্রথম চট্টগ্রামের বিআইটিআইডিকে করোনা সন্দেহজনক নমুনা পরীক্ষার অনুমোদন দেয়। পরীক্ষার জন্য ঢাকা থেকে করোনা শনাক্তকরণ কিটও পাঠানো হয়

করোনা করোনাভাইরাস বিআইটিআইডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর