Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭তম স্প্যানে ৪ কিলোমিটারের বেশি দৃশ্যমান পদ্মাসেতুর


২৮ মার্চ ২০২০ ১০:০৪ | আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৩:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নভেল করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও থেমে নেই পদ্মাসেতুর কর্মযজ্ঞ। সেতুর স্প্যানের যন্ত্রাংশ জোড়া দিতে মানুষের বদলে রোবট কাজ শুরু করেছে। নতুন ২৭তম স্প্যান খুঁটিতে বসানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে নয়টায় সেতুর ২৭তম স্প্যান জাজিরা প্রান্তে ২৭ ও ২৮ নাম্বার খুঁটিতে বসিয়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, শরীয়তপুরের জাজিরা প্রান্তে স্প্যানটি বসানোর মাধ্যমে পদ্মাসেতুর ৪ হাজার ৫০ মিটার দৃশ্যমান হবে। অর্থাৎ ৪কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের সেতু চোখে দেখা যাবে।

এছাড়াও, পদ্মাসেতুর শেষ খুঁটির কাজ চলতি সপ্তাহেই পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছে পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলীরা। এরপর বাকি থাকবে ১৪টি স্প্যান বসানোর কাজ।

বিজ্ঞাপন

এদিকে, সাড়ে ৯ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মাসেতুতে, শুধুমাত্র নদীর অভ্যন্তরেই পোড়েছে ৬ দশমিক ১৫ কিলোমিটার। সড়ক ও রেলপথ যুক্ত পদ্মাবহুমুখীসেতু দোতলা কাঠামোতে তৈরি হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল পদ্মাসেতুর নির্মাণকাজ। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে প্রায় ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে এ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে।

২৭তম স্প্যান পদ্মাসেতু মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর