Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যাকান্ড


২৮ মার্চ ২০২০ ১৭:১৭

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার চকলোকমান এলাকায় নুর আলম (৩০) নামে এক যুবক মারা গেছেন। স্থানীয় পুলিশ বলছে, অসুস্থতাজনিত কারণেই এই মুত্যু। তবে নুর আলমের পরিবার এই মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবি করছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে নুর আলমের ওপর হামলা করা হয়। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নুর আলমের বড় ভাই নুররুন্নবী সরকার দাবি করেছেন, তার ভাইকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এব্যাপারে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নুরুন্নবী মদ্যপান করেছিলেন এবং অসুস্থ্যতাজনিত কারণে মারা গেছেন। মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এলাকার একটি রাস্তার জায়গা নিয়ে বিরোধে গত কয়েক দিন আগে মারপিটের ঘটনায় নুর আলমের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনার পর থেকে তিনি বাড়িতে থাকতেন না। শহরের চকলোকমান এলাকার একটি মেসে থাকতেন তিনি।

নুর আলম শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি ব্যবসা করতেন।

বগুড়ায় হত্যাকান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর